Hasina-Rehana fled the country
Advertisements

নিজের গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩ জুন) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে এ অভিযোগপত্র দাখিল করেন।

এর আগে ২০২৪ সালের ১৫ অক্টোবর গুম সংক্রান্ত জাতীয় কমিশনেও একই বিষয়ের অভিযোগ দাখিল করেছিলেন তিনি।

অভিযোগ জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন আহমেদ বলেন, “গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে হওয়া উচিত। কিন্তু এখন পর্যন্ত ট্রাইব্যুনালে গুম নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, যা অত্যন্ত হতাশাজনক।” তিনি আরও বলেন, “শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে।”

সালাহউদ্দিন অভিযোগ করেন, যারা ইতোমধ্যে গুমের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যারা এখনও পলাতক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। তিনি বিশেষভাবে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের নাম উল্লেখ করে বলেন, “এই ধরনের ব্যক্তিদেরও বিচারের মুখোমুখি করতে হবে।”

গুমের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়ে সালাহউদ্দিন বলেন, “২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে একদল সশস্ত্র ব্যক্তি আমাকে তুলে নিয়ে যায়। এরপর ৬১ দিন আমাকে একটি নির্জন ঘরে আটকে রাখা হয়, তারপর পাচার করে দেওয়া হয় অন্য দেশে।” তিনি জানান, কোথায়, কীভাবে তাকে রাখা হয়েছিল—সেসব বিস্তারিত তথ্য তিনি গুম কমিশনের কাছে উপস্থাপন করেছেন।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ ২০১৫ সালের ১০ মার্চ নিখোঁজ হন। প্রায় দুই মাস পর, ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে খুঁজে পাওয়া যায়। সে সময় ভারতের ফরেনার্স অ্যাক্টে মামলা হয় তার বিরুদ্ধে। ২০১৮ সালে তিনি সেই মামলায় খালাস পান। তবে ভারত সরকার আপিল করায় তাকে শিলংয়ে থাকতে বাধ্য করা হয়।

Advertisements