Hasina-Rehana fled the country
Advertisements

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

এদিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ৫ আগস্ট গণআন্দোলনের চাপে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। ওই চুক্তির আওতাতেই শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া এগিয়ে চলেছে।”

রাজধানীর পিলখানার বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এ চিঠি এক্সট্রাডিশন চুক্তির আওতায় কার্যকর করা হবে এবং প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।”

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও এর আগে ঘোষণা দেন যে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার ব্যাপারে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

সরকারের পক্ষ থেকে বিগত কয়েক দিন ধরেই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চলছিল। এবার আনুষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে এ বিষয়ে অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।

Advertisements