আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ে উঠেছে, যা শাপলা আন্দোলনের ধারাবাহিকতা।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘চিন্তানামা’ আয়োজিত ‘শাপলা আন্দোলনের এক যুগ: একটি সমাজতাত্ত্বিক পাঠ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চিন্তানামা সম্পাদক সাইদ আবরার নদভী।
মাহমুদুর রহমান বলেন, “শাপলার ঘটনায় পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হলেও দেশের মূলধারার গণমাধ্যমগুলো তা এড়িয়ে গেছে। বরং তারা পরোক্ষভাবে ভারতীয় আধিপত্যবাদের বৈধতা দিয়েছে।”
তিনি আরও বলেন, “শাপলায় অনেক মানুষ শহীদ হয়েছেন, তবে আন্দোলনটি ব্যর্থ হয়নি। সেই প্রতিবাদের ধারাই আমরা জুলাইয়ে অভ্যুত্থানে দেখেছি, যেখানে জনগণ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।”
বাংলার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “বাংলার প্রথম মুসলিম শাসক সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলা রাজ্যকে ঐক্যবদ্ধ করেছিলেন। অথচ এখন বাঙালি ও মুসলমানকে আলাদা করে ইসলামপন্থিদের রাজনীতি থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।”
সেমিনারে আরও বক্তব্য দেন মুসা আল হাফিজ, রেজাউল করিম রনি, ইফতেখার জামিল ও হাসান আল ফিরদাউস। অনুষ্ঠানটি পরিচালনা করেন তাশরিফ মাহমুদ ও উবায়দুল্লাহ মাহমুদ।





































