জামায়াতে ইসলামী দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। দলটির আমির ডা. শফিকুর রহমান শনিবার সকালে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের সময় এ কথা জানিয়েছেন। তিনি শহীদ আবু সাঈদের ত্যাগকে স্মরণ করে দেশের উন্নয়ন ও ন্যায়বিচারের পথে এগিয়ে চলার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেছেন।
সকাল ৮টার দিকে কবর জিয়ারত শেষে জামায়াত আমির শহীদ আবু সাঈদের পিতা ও বড় ভাইয়ের সঙ্গে শহীদের স্মৃতি বিজড়িত বাড়িতেও প্রবেশ করেন। তিনি সেখানে মহান আল্লাহর কাছে শহীদ আবু সাঈদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন,
“হে আল্লাহ, শহীদ আবু সাঈদ রহিমাহুল্লাহ আধিপত্যবাদবিরোধী আন্দোলনের জন্য জীবন দিয়েছেন। আমাদের দেশকে আধিপত্যবাদের হাত থেকে রক্ষা কর। আমাদেরকেও শহীদদের পথে কবুল কর এবং শহীদ আবু সাঈদের পথ অনুসরণ করে এই দেশকে আধিপত্যবাদের মোকাবেলা করার তৌফিক দান কর।”
কবর জিয়ারতের সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন দলটির সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন, শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।
জিয়ারতের পর ডা. শফিকুর রহমান নির্বাচনি প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণের জন্য রংপুর থেকে বিভিন্ন জেলা পরিদর্শন করবেন। সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা, বেলা ১২টায় বগুড়া শহর, দুপুর আড়াইটায় বুড়া জেলার শেরপুর উপজেলা, বেলা ৩.৩০টায় সিরাজগঞ্জ শহর, বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এবং সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনা শহরে তিনি নির্বাচনি সমাবেশে বক্তব্য রাখবেন।





































