Live together
Advertisements

‘লিভ টুগেদার’ নিয়ে সাম্প্রতিক এক বক্তব্যের জেরে অভিনেত্রী জিনাত সানু স্বাগতাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন আরিফুল খবির নামে এক ব্যক্তি।

শনিবার (২৮ ডিসেম্বর), সুপ্রিম কোর্টের আইনজীবী মুহম্মদ মেছবাহ উদ্দিন চৌধুরীর মাধ্যমে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, “আপনি (স্বাগতা) হাসান আজাদ নামে এক ব্যক্তির সঙ্গে লিভ টুগেদার করেছেন বলে স্বীকার করেছেন এবং তা বিগত এক বছর ধরে চালিয়ে যাচ্ছেন বলেও প্রকাশ্যে স্বীকার করেছেন। পাশাপাশি আপনি লিভ টুগেদার করার জন্য উৎসাহও দিয়েছেন।

যেহেতু আপনি একজন মুসলমান, তাই আপনার জানা থাকা উচিত যে বিয়ের আগে নারী ও পুরুষের মধ্যে লিভ টুগেদার সম্পূর্ণ হারাম। আপনি নিজে হারাম কাজ করে অন্যদেরও তা করতে উৎসাহিত করছেন, যা সমাজে ব্যভিচারের মাত্রা বাড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আপনার এই ধরনের মন্তব্য মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করেছে। আমার মক্কেল একজন ধর্মপ্রাণ মুসলমান এবং তার ধর্মীয় অনুভূতিতেও এই বক্তব্যের কারণে আঘাত লেগেছে। এই কারণে তিনি ক্ষুব্ধ হয়ে আপনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

অতএব, নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে আপনার এই বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তা আমার মক্কেলকে অবহিত করতে হবে। অন্যথায়, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর সব দায়ভার আপনার ওপর বর্তাবে।”

জানা গেছে, সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ে প্রসঙ্গে স্বাগতা মন্তব্য করেছিলেন যে, “সমাজে লিভ টুগেদার নরমালাইজ হবে, ইনশাআল্লাহ।” তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

এই বিতর্কের মধ্যেই সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্বাগতা, যেখানে তার মন্তব্যের সামাজিক এবং ধর্মীয় প্রভাব নিয়ে চলছে নানামুখী আলোচনা।

Advertisements