লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন বিরোধী
Advertisements

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর অভিযানের প্রতিবাদে টানা চতুর্থ দিনেও বিক্ষোভ চলেছে। সোমবার (স্থানীয় সময়)ও বিক্ষোভকারীরা রাজপথে নেমে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে পুলিশ টিয়ার গ্যাস, রাবার বুলেট ছুড়ে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করে। সিএনএন জানায়, পুলিশের গুলিতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা চরমে পৌঁছায়। হাজারো বিক্ষোভকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে রাস্তায় নামেন। তারা একটি প্রধান ফ্রিওয়ে অবরোধ করেন এবং স্বচালিত একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। পুলিশ এই পরিস্থিতি সামাল দিতে শক্তি প্রয়োগ করে।

এদিকে ক্যালিফোর্নিয়া রাজ্য সরকার জানায়, ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ধরনের পরামর্শ না করেই একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। রাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম এক টুইটে এ সিদ্ধান্তকে ‘অবৈধ ও অনৈতিক’ বলে আখ্যায়িত করেন। সোমবার সকালে আরও একটি পোস্টে তিনি বলেন, “ট্রাম্প অবৈধভাবে ন্যাশনাল গার্ডকে ফেডারেলাইজ করার চেষ্টা করছেন। আমরা তার বিরুদ্ধে মামলা করছি।”

সংশ্লিষ্ট সংস্থাগুলোর বরাতে সিবিএস নিউজ জানায়, সোমবার দুপুর পর্যন্ত অন্তত ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা, আতশবাজি ছোঁড়া, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ৩১ জনকে গ্রেপ্তার করে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোল ১৭ জন এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের দপ্তর আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

Advertisements