যুক্তরাষ্ট্রে সুপারশপে ঢুকেই এলোপাতাড়ি গুলি
Advertisements

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি সুপারমার্কেটে এক বন্দুকধারীর গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। পরে হামলাকারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে টেনেসির কলিয়েরভিলের ক্রগার গ্রোসারি শপে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

খবরে বলা হয়, আহতদের মধ্যে একজনের সার্জারি করতে হয়েছে এবং অপর একজন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন।

পুলিশ ঘটনার পর দ্রুত সময়ে ক্রগার গ্রোসারি শপে হাজির হয়।

কলিয়েরভিলের পুলিশপ্রধান ডেল লেন বলেন, আমরা ফ্রিজের মধ্যে ও তালাবদ্ধ অফিসে লুকিয়ে থাকা মানুষকে পেয়েছি। এটি কলিয়েরভিলের ইতিহাসের সবচেয়ে ‘আতঙ্কজনক ঘটনা’।

লেন বলেন, ঘটনার সময় ওই স্টোরে ৪৪ কর্মী এবং অসংখ্য ক্রেতা ছিলেন।

ক্রগারের মুখপাত্র তেরেসা ডিকারসন বলেন, কলিয়েরভিলের ওই স্টোর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Advertisements