পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজকে আউট করার পর অভিনব কায়দায় উদযাপন করেন দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার তাবরিজ শামসি।
শনিবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৮ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জোহানেসবার্গের দ্য ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ১৮৯ রানের রেকর্ড রান তাড়া করতে নেমে ১৩ ওভারে ১১০ রান করে পাকিস্তান।
জয়ের জন্য শেষ ৪২ বলে প্রয়োজন ছিল ৭৯ রান। মোহাম্মদ হাফিজ ও ফিফটি তুলে নেয়া মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে জয় দেখছিল পাকিস্তান।
১৪তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আউট হন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে ১৩ রানে সাজঘরে ফিরিয়ে অভিনব কায়দায় জুতা খুলে মোবাইল ফোনে কথা বলার স্টাইলে উদযাপন করেন তাবরিজ শামসি।
আসলে ওই উইকেটটা ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। সেই সময়ে হাফিজ মাত্রই হাত খুলে খেলার চেষ্টা করছিলেন।