হৃদরোগে আক্রান্ত
Advertisements

খেলা শুরুর আগ মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। পরে জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মাঠে তাকে সিপিআর দেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শনিবার ম্যাচ শুরুর আগে ঢাকা ক্যাপিটালস দলকে ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন মাহবুব আলী জ্যাকি। অনুশীলন চলাকালীন হঠাৎ তিনি মাঠে পড়ে যান। প্রথমে অসুস্থতার কারণ স্পষ্ট না হলেও কিছুক্ষণের মধ্যেই বিষয়টি হৃদরোগজনিত বলে নিশ্চিত হয়। এরপর মাঠে উপস্থিত রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ফিজিওরা দ্রুত তার কাছে ছুটে যান।

মাঠে প্রায় পাঁচ মিনিট ধরে তাকে সিপিআর দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে আর বাঁচানো যায়নি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী দৈনিক আমার দেশকে বলেন,‘হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের নিশ্চিত করেছে যে তিনি মারা গেছেন।’

তিনি আরও জানান, হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। মাহবুব আলী জ্যাকির মরদেহ কোথায় নেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা এখনো সিলেটে পৌঁছাননি বলেও জানান তিনি।

Advertisements