মর্টারের সাহায্যে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা।
আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, আজ (রোববার) সকালে দক্ষিণ গাজার পানিসীমায় ফিলিস্তিনিদের মাছ ধরার একটি ট্রলারে মর্টার হামলা চালায় ইসরাইলি বাহিনী। এর ফলে তিন ফিলিস্তিনি জেলে শাহাদাৎবরণ করেন। খান ইউনুস এলাকার পানিসীমায় মাছ ধরার সময় তারা হামলার শিকার হন।
এর আগেও বহুবার গাজার নিরীহ জেলেদের ওপর হামলা হামলা চালিয়েছে ইসরাইলি নৌবাহিনী। এ ধরণের হামলায় এ পর্যন্ত বহু ফিলিস্তিনি জেলে হতাহত হয়েছেন। গত গ্রীষ্ম থেকে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি জেলেদের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। দীর্ঘ ১৪ বছরের কঠোর অবরোধের কারণে এমনিতেই গাজার মানুষ অর্থনৈতিক সংকটে রয়েছেন।
সেখানকার অনেক পরিবার বংশানুক্রমে মাছ ধরার ওপর নির্ভরশীল। সাগরে মাছ শিকার ও তা বিক্রি করেই তারা জীবন নির্বাহ করে থাকেন।
দখলদার ইসরাইল ফিলিস্তিনিদেরকে যেকোনোভাবেই নিশ্চিহ্ন করার যে চেষ্টা চালিয়ে আসছে জেলেদের হত্যাও তারই অংশ।
পার্সটুডে