ভারত আঞ্চলিক
Advertisements

ভারতকে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদের “বৃহত্তম রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক” হিসেবে অভিহিত করেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। একইসঙ্গে প্রতিবেশী দেশগুলোকে ভারতের প্রক্সি সন্ত্রাসী তৎপরতা থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শুক্রবার ইসলামাবাদে ৫২তম কমন ট্রেনিং প্রোগ্রামের কর্মকর্তাদের উদ্দেশে ভাষণে এসব মন্তব্য করেন আসিম মুনির। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তিনি বলেন, “পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক বজায় রাখতে চায়। তবে আফগানিস্তান যেন ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর আশ্রয়স্থল না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।”

তিনি ‘ফিতনা আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা আল-খারিজ’ নামক ভারতীয় প্রক্সি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর নাম উল্লেখ করে বলেন, এগুলো যেন আফগান ভূমি ব্যবহার করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সম্প্রতি ভারত-পাকিস্তান সীমান্তে সংঘর্ষের প্রেক্ষাপটে আসিম মুনির বলেন, “সংঘর্ষের সময় আল্লাহর সাহায্য আমাদের পক্ষে ছিল। কারণ আমরা সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম।”

ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু, বিশেষ করে মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ ও সহিংসতার কারণে সেখানে সন্ত্রাসবাদের জন্ম হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “পাকিস্তান কখনোই ভারতের আধিপত্য মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।”

প্রতিরক্ষা প্রস্তুতির বিষয়ে সেনাপ্রধান জানান, আধুনিক যুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে পাকিস্তানের সামরিক সুবিধাজনক অবস্থানের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধান আসিম মুনিরকে সম্প্রতি ‘ফিল্ড মার্শাল’ উপাধিতে ভূষিত করা হয়। এর আগে সর্বশেষ ১৯৬২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান এ উপাধি লাভ করেছিলেন।

Advertisements