ভারতের ১০ উইকেটের সবগুলো পেলেন এজাজ প্যাটেল
Advertisements

টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেয়ার কীর্তি রয়েছে দু’জনের। সে দুইজন বোলার হলেন ইংল্যান্ডের জিম লেকার ও ভারতের অনিল কুম্বলে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন নিউজিল্যান্ডের অ্যাজাজ প্যাটেল।

আজ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করেছে ভারত। স্বাগতিকদের সবকটি উইকেট একাই তুলে নিয়েছেন বামহাতি কিউই অর্থডক্স অ্যাজাজ প্যাটেল। ম্যাচে তার বোলিং ফিগার ছিল ৪৭.৫ ওভার, ১২ মেডেন, ২.১৮ ইকোনোমিতে ১১৯ রানে ১০ উইকেট। প্রথম ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ১৫০ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে। এছাড়া অক্ষর প্যাটেল করেন ৫২ রান।

এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ১৫ রান করেছে নিউজিল্যান্ড।

এর আগে ১৯৫৬ সালে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানের বিনিময়ে ১০ উইকেট নেন ইংল্যান্ডের অপ স্পিনার জিম লেকার। ১৯৯৯ সালে ফিরোজ শাহ কৌটলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ৭৪ রানে ১০ উইকেট নিয়ে লেকারকে স্পর্শ করেন ভারতের অনিল কুম্বলে। দুই টেস্টের সিরিজে প্রথম টেস্টের প্রথম ইনিংসে রেকর্ডটি করেন ভারতের এই স্পিনার। দ্বিতীয় ইনিংসে নিয়েছেলেন নয় উইকেট। সব মিলিয়ে ওই টেস্টে কুম্বলের শিকার ছিল ১৯ উইকেট। এবার তাদের পাশে নাম লিখালেন অ্যাজাজ।

Advertisements