ভারতীয় মিডিয়ায় শেখ হাসিনা
Advertisements

ঢাকায় অবস্থিত ভারতীয় উপহাইকমিশনার পবন ভাদেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লিতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার ও বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপহাইকমিশনার পবন ভাদেকে তলব করে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক বাংলাদেশের উদ্বেগ ও কড়া প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। এ সময় বলা হয়, মানবতাবিরোধী অপরাধের বিচারে মুখোমুখি এক পলাতক আসামিকে ভারতের রাজধানীতে আশ্রয় দেওয়া এবং তাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য অত্যন্ত অশুভ বার্তা বহন করে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ প্রদান কেবল ঘৃণামূলক প্রচার নয়, বরং তা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এসব কর্মকাণ্ড দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে বলেও উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও জানান, উপহাইকমিশনারকে অনুরোধ করা হয়েছে—বাংলাদেশ সরকারের অবস্থান দ্রুত নয়াদিল্লিকে জানাতে এবং শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে।

বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, দিল্লিতে অবস্থানরত এই পলাতক ব্যক্তির মাধ্যমে কোনো ধরনের রাজনৈতিক প্রচার বা বক্তব্য প্রচার দুই দেশের সম্পর্কের স্বার্থে সহায়ক নয় এবং তা অবিলম্বে বন্ধ করা জরুরি।

Advertisements