সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে ফরিদপুরে চলমান অবরোধ কর্মসূচি আজ বিকেলের মধ্যে প্রত্যাহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ফরিদপুরে দুটি ইউনিয়নের সীমানা পরিবর্তন নিয়ে ক্ষোভ থাকলেও তা যথাযথ চ্যানেলে জানানো উচিত ছিল। এ ইস্যুতে জনদুর্ভোগ সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কয়েক হাজার মানুষের বিষয় নিয়ে লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখা যাবে না। বিকেলের মধ্যে সমাধান না হলে আইন প্রয়োগ করা হবে।”
তিনি জানান, কোর কমিটির বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন, পুলিশের প্রশিক্ষণ, ছিনতাই-ডাকাতি দমন, সীমান্ত নিরাপত্তা, দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা এবং ফরিদপুরের এই অবরোধ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ইউনিয়নের সীমানা পরিবর্তন সম্পূর্ণ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। যুক্তি-তর্ক ও মতামত শুনে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তাই এ নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করা অনাকাঙ্ক্ষিত।”





































