মমতার উত্থান
Advertisements

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে—এ অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ভারত–বাংলাদেশ সীমান্তে বিভিন্ন ‘বাড়াবাড়ি’ কর্মকাণ্ড চালানো হচ্ছে, যা রাজ্য সরকারের নজরে এসেছে। সোমবার পশ্চিমবঙ্গের কোচবিহারে প্রশাসনিক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর—দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের ওপর অযথা চাপ প্রয়োগ করা হচ্ছে এবং এতে সাধারণ বাসিন্দারা অসহায় হয়ে পড়ছেন। তিনি অভিযোগ করেন, কিছু ক্ষেত্রে ভারতীয় নাগরিকদের জোর করে বাংলাদেশ সীমান্তের দিকে ঠেলে দেওয়ার ঘটনা ঘটছে। এ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।

মমতা ব্যানার্জি বলেন, সীমান্ত অঞ্চলের শান্তি–শৃঙ্খলা বজায় রাখতে রাজ্য পুলিশের দায়িত্ব রয়েছে। এ সময় তিনি বলেন, কেউ বাংলা বললেই তাকে বাংলাদেশি বলে বিবেচনা করা যাবে না। তার ভাষায়, “বাংলাদেশ একটি আলাদা দেশ, আর পশ্চিমবঙ্গ ভারতের একটি রাজ্য। ভাষার ওপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করা ভুল।”

উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, উত্তর প্রদেশের বহু মানুষ উর্দু ভাষায় কথা বলেন; পাকিস্তানেও উর্দু প্রচলিত। আবার পাকিস্তান ও ভারতে উভয় জায়গাতেই পাঞ্জাব রয়েছে এবং দুই পাশের মানুষই পাঞ্জাবি ভাষায় কথা বলেন। তাই ভাষার মিল থাকা মানে বিদেশি হওয়া নয়—এ মন্তব্য করেন তিনি।

মমতা ব্যানার্জি বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের বাড়াবাড়ি আচরণ সহ্য করা হবে না। প্রশাসনকে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অযাচিত কার্যক্রমের বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি।

Advertisements