
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে। এ বিষয়ে তিনি আট মাস আগেই দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছিলেন। তিনি বলেন, “একটি অদৃশ্য প্রতিপক্ষ ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে, তাদের সঙ্গে আরও কিছু প্রতিপক্ষ যুক্ত হচ্ছে। তবে বিএনপির এসব মোকাবেলার সক্ষমতা রয়েছে।”
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি হলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তকরণ’ বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, “গত ১৭ বছরে বিএনপির এমন কোনো নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়নি বা জুলুম-নির্যাতনের শিকার হয়নি। আমাদের বহু সহকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। কিন্তু বিএনপি প্রতিশোধ নয়, জনগণের কল্যাণে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এসবের জবাব দিতে চায়।”
তিনি আরও বলেন, “বিএনপির লক্ষ্য অবকাঠামোগত নয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। যাতে মানুষ শান্তিতে থাকতে পারে, তরুণরা কাজ পায় এবং দেশের প্রতিটি নাগরিক যেন স্বাস্থ্য ও শিক্ষাসেবা সহজে পায়।”
নারীদের ক্ষমতায়নে বিএনপির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার সময় নারীদের জন্য ফ্রি শিক্ষা চালু করা হয়েছিল। আমরা নারী প্রতিনিধিত্বের আসন ৫০ থেকে ১০০-তে উন্নীত করার পরিকল্পনা করছি।”
তিস্তা নদী প্রসঙ্গে তারেক রহমান বলেন, “উত্তরের মানুষের জীবন-জীবিকা ও পরিবেশ তিস্তার সঙ্গে জড়িত। পূর্বের সরকারগুলো এ নিয়ে শুধু রাজনীতি করেছে, কিন্তু কার্যকর উদ্যোগ নেয়নি। আমরা সেই রাজনীতি থেকে সরে এসে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনা নিতে চাই।”
কর্মশালায় আরও বক্তব্য রাখেন—বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলসহ রংপুর মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।