মালয়েশিয়ার শ্রমবাজার
Advertisements

বাংলাদেশি শ্রমিকদের জন্য পুনরায় উন্মুক্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী কয়েক বছরে দেশটি বাংলাদেশ থেকে প্রায় ১২ লাখ শ্রমিক নেবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে প্রায় ৫০ হাজার শ্রমিককে বিনা খরচে নেওয়ার কথা জানানো হয়েছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত দুই দেশের যৌথ বৈঠকে শ্রমিক নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। মালয়েশিয়ার পক্ষে অংশ নেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেও।

সভায় জানানো হয়, পূর্ববর্তী সময়ে ভিসা ইস্যু হওয়া সত্ত্বেও যাওয়া হয়নি— এমন ১৭ হাজার শ্রমিককেও পর্যায়ক্রমে নেওয়া হবে। প্রথম ধাপে ৭,৯২৬ জনকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মালয়েশিয়া বাংলাদেশকে কিছু শর্ত দিয়েছে, যার মধ্যে রয়েছে অভিবাসন ব্যয় কমানো, শ্রমিকের স্বার্থ রক্ষা এবং প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এছাড়াও শ্রমিক রপ্তানির সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে।

আসিফ নজরুল বলেন, মালয়েশিয়া আগামী কয়েক মাসের মধ্যেই দেড় লাখ শ্রমিক নেবে এবং বাংলাদেশিদের অগ্রাধিকার দেবে বলে আশ্বাস দিয়েছে। তিনি আরও বলেন, মালয়েশিয়া সরকারকে মাল্টিপল ভিসা প্রদান ও অনিয়মিত শ্রমিকদের বৈধ করার অনুরোধ জানানো হয়েছে।

সভায় আরও জানানো হয়, শ্রমিক ছাড়াও বাংলাদেশ থেকে দক্ষ কর্মী, নার্স এবং সিকিউরিটি গার্ডও নেওয়া হবে।

আগামী ২১ মে ঢাকায় অনুষ্ঠেয় পরবর্তী বৈঠকে শ্রমিক পাঠানোর বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে সূত্র জানিয়েছে।

Advertisements