
গাজীপুরের টঙ্গী হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের আন্দোলনের অংশ হিসেবে সোমবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়, যা যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটায়।
পুলিশ সূত্রে জানা যায়, কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। এছাড়া তারা মার্চ মাসের অর্ধেক বেতন ও ঈদ বোনাস পাওয়ার দাবিও জানিয়ে আসছিলেন। তবে সকালে কর্মস্থলে এসে কারখানা বন্ধ থাকার খবর পেয়ে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে শ্রমিকরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।