ইউরো-২০ এ ডেনমার্ক বনাম ফিনল্যান্ড ম্যাচের ৪৩ মিনিটের সময় ডেনমার্ক ফরোয়ার্ড এরিকসন হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট মাঠের শুশ্রুষায় পরিবর্তন না আসায়, স্ট্রেচারে করে এরিকসনকে হাসপাতালের উদ্দেশ্যে মাঠের বাইরে নেয়া হয়েছে।
তাঁর শেষ অবস্থা এখনো জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা টুইট করে জানিয়েছে, ম্যাচ পরিত্যক্ত।
The UEFA EURO 2020 match in Copenhagen has been suspended due to a medical emergency.
— UEFA (@UEFA) June 12, 2021
তবে গত কয়েক মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে অসমর্থিত কিছু একাউন্টে একটি ছবি ছড়িয়ে পড়েছিল, যেখানে দেখা যায় এরিকসেনের হুঁশ ফিরেছে। পরে অবশ্য সংবাদ সংস্থা এএফপিও সেই ছবি ছাপিয়েছে। ছবিতে দেখা যায়, এরিকসেনের মুখে অক্সিজেনের মাস্ক লাগানো। তিনি মাথায় হাত দিয়ে তাকিয়ে আছেন।