ফিলিপাইনে সেনা পরিবহনকারী সামরিক বিমান বিধ্বস্ত
Advertisements

ফিলিপাইনে সেনা পরিবহনকারী একটি সামরিক বিমান অবতরণের সময় রানওয়ে হারিয়ে দেশটির দক্ষিণাঞ্চলীয় জোলো দ্বীপে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৮৫ আরোহী ছিল বলে জানা যায়।

স্থানীয় সময় রোববার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় ফিলিপাইনে এ দুর্ঘটনা ঘটে। সশস্ত্র বাহিনীর প্রধান কিরিলিটো শবেজানা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরা

জেনারেল কিরিলিটো শবেজানা সাংবাদিকদের বলেন, সি-১৩০-এর জ্বলন্ত ধ্বংসাবশেষ থেকে কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। রাজধানী ম্যানিলার ১,০০০ কিলোমিটার (৬২১ মাইল) দক্ষিণে জোলো দ্বীপে অবতরণের চেষ্টা করার সময় বিধ্বস্ত হয়।

তিনি বলেন, বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গেছে উদ্ধারকারী দল। তারা উদ্ধারকাজ শুরু করেছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।

Advertisements