যাত্রীবাহী বাস
Advertisements

ফরিদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে অন্তত পাঁচজন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডা শরিফ জুট মিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী ‘হাইডেক্স’ পরিবহনের বাসটি বাখুন্ডা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত উদ্ধারকাজে অংশ নেয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করি। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং আহত হয়েছেন অন্তত ২৫ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।”

আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

Advertisements