প্রেম যদি ডাকে
Advertisements

ডাকে যদি প্রেম আমারে পাতা ঝড়ার বিষন্ন বিকালে
বধির সময়ে কি করে দিবো তবে সাড়া?
সত্ত্বার ভেতরে জোছনা-টলমল সজাগ কান্না ছলকে উঠে জলের ছন্দে,
চিরদিন ভাবেছি মৃদু মৃদু ঢেউয়ের দমে রিদয়ের সব কথা
কোন এক বসন্তে কয়ে দিবো শরমের মর্মে মোড়া প্রেমকে।

ঠাঠা করা দুপুরে শিমুলের বনে যে পাখির সুর মিশে গেছে
যে ফুল বিদায় বেলায় বিনা আয়োজনে বাতাসকে করে গেছে চির ঘ্রাণবাহী
শরীর নিয়ে দুনিয়াতে মানুষ হয়ে এসে আয়ুর কাছে শিখেছে-
কি করে মানব তবে থেকে যায় যুদ্ধের ক্লান্তি সইতে সইতে।

প্রেমের সম্ভাষণসূত্র আজও তবে পুরো প্রকাশিত হয়নি পৃথিবীতে
গোপন বোবা কান্নার মতোন সুন্দর বিষন্ন হাসিই-
কেবল মাঝে মাঝে শুনতে পায় প্রেমস্বর।

প্রেমিক জানে বিরহ ছাড়া কোন ডাকনামে ডাকতে জানে না -প্রেম।
হারিয়ে যাওয়া প্রেম স্বপ্নে যদি ডেকে ওঠে-
এমন ঘুমন্ত সময়ে কি করে দিবো সাড়া?

দেহ-সন্দেহ, দ্বিধা ও ক্ষুধা এবং সাধ ও সাধ্যের সব হিসেব চুকিয়ে
ভাষা যদি আমার আমাকে লুকায়ে কথা বলে অচিন সুরে
তবে নাকি পাওয়া যায় শুনতে বাগহীন প্রেমের ডাক।

Advertisements