পাকিস্তান তেহরিক-ই ইনসাফ দলের নেতা এবং জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার ঘোষণা করেছেন যে, প্রধানমন্ত্রী পদের জন্য ওমর আইয়ুবকে প্রার্থী মনোনীত করেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান।
আদিয়ালা কারাগারে ইমরান খানের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেন আসাদ কায়সার। তিনি বলেন, দলের ভেতরে শলাপরামর্শ সম্পন্ন হয়েছে এবং ইমরান খান শিগগিরই সদ্য সমাপ্ত নির্বাচনে কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের তারিখ ঘোষণা করবেন।
আসাদ কায়সার বলেন, “আমাকে সমস্ত রাজনৈতিক দলের সাথে এ ব্যাপারে আলাপ-আলোচনা করার দায়িত্ব দেয়া হয়েছে। আমি মাওলানা ফজলুর রহমান, এএনপি এবং অন্য রাজনৈতিক দলের সাথে কথা বলব।”
আসাদ কায়সার বলেন, নির্বাচনের কারচুপির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গন থেকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে না। ফলে আমরা এর বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ করব।