
প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীর লালমাটিয়ায় মশাল মিছিল করেছেন শতাধিক নারী। বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ‘মোহাম্মদপুরবাসী’ ব্যানারে এই মিছিল অনুষ্ঠিত হয়। পরে এতে সংহতি জানিয়ে স্থানীয় বাসিন্দারাও যোগ দেন।
মিছিলকারীদের কণ্ঠে উচ্চারিত হয় বিভিন্ন প্রতিবাদী স্লোগান— ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধূমপান নিষিদ্ধ কর, করতে হবে’— যা পুরো এলাকাজুড়ে প্রতিবাদের সুর তুলে ধরে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, লালমাটিয়া এলাকায় মাদকের ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। বিভিন্ন বয়সের তরুণ-তরুণীরা প্রকাশ্যে মাদক সেবন করছে, যা শিশু-কিশোরদেরও বিপথগামী করছে।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “কয়েকদিন আগে একটি তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হয়েছে। এর মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমে মিথ্যা তথ্যও প্রচার করা হয়েছে। এখন এই এলাকায় মাদকের বিস্তার রোধ করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।”
মিছিলে অংশ নেওয়া সামিনা ইয়াসমিন বলেন, “প্রকাশ্যে ধূমপান শুধুমাত্র ধূমপায়ীদের জন্য নয়, বরং অধূমপায়ীদের জন্যও মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে শিশুদের জন্য। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই— সারা দেশে ধূমপান ও মাদক নিষিদ্ধ করা হোক।”
মশাল মিছিলের মাধ্যমে নারীদের সক্রিয় অংশগ্রহণ নতুন করে ধূমপান ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়। স্থানীয়রা জানান, এই আন্দোলন কেবল একদিনের প্রতিবাদ নয়, বরং একটি দীর্ঘমেয়াদী সামাজিক উদ্যোগ, যা লালমাটিয়াসহ পুরো দেশকে ধূমপানমুক্ত ও মাদকমুক্ত করার পথে এগিয়ে নিয়ে যেতে পারে।