পাশ্চাত্য আন্তরিক হলে অচিরেই সংকটের সমাধান সম্ভব
Advertisements

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পাশ্চাত্য আন্তরিকতা দেখালে ভিয়েনা সংলাপ থেকে অচিরেই একটি সমাধানসূত্র খুঁজে বের করা সম্ভব হবে। ইরানি প্রতিনিধিদল এই সংলাপে শক্তিশালী ও যুক্তিপূর্ণ অবস্থান গ্রহণ করেছে এবং তারা এখান থেকে ফলাফল বের করে আনতে চায় বলেও তিনি মন্তব্য করেন।

বুধবার রাতে আব্দুল্লাহিয়ান এক টুইটার বার্তায় এ সম্পর্কে আরো বলেন, ভিয়েনায় এই মুহূর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে জোরেসোরে আলোচনা চলছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় গত ২৯ নভেম্বর থেকে পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সপ্তম দফা আলোচনা শুরু হয়েছে।

এর আগে ওই আলোচনায় ইরানি প্রতিনিধিদলের প্রধান আলী বাকেরি-কানি এক টুইটার বার্তায় বলেছিলেন, তার দেশের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার, বহির্বিশ্বের সঙ্গে ইরানের বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক করা এবং আবারো কেউ যাতে এই সমঝোতা থেকে বেরিয়ে যেতে না পারে সে ব্যবস্থা পাকাপোক্ত করার লক্ষ্যে এবারের ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

Advertisements