গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খানের যোগদানে উপজেলা চেয়ারম্যান শুভেচ্ছা বিনিময় করেন।
আজ ১৯ (সেপ্টেম্বর) রোজ রোববার সকালে কাপাসিয়া উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ খানকে উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আমানত হোসেন খান ফুল দিয়ে বরণ করে নেন।
পাশাপাশি বিদায়ী নির্বাহী কর্মকর্তা মোসাঃ ইসমত আরা’কেও বিদায়ী শুভেচ্ছা জানান তিনি।
এসময় উপজেলা পরিষদ সভাকক্ষে পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান সহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।