
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে নতুন একটি রাজনৈতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হবে।
সোমবার বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন জানান, ‘আহ্বায়ক কমিটি গঠন করে দলটির যাত্রা শুরু হবে। আত্মপ্রকাশের দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।’
তিনি আরও বলেন, ‘গত ১৫ দিন ধরে “আপনার চোখে নতুন বাংলাদেশ” শীর্ষক জনমত জরিপ পরিচালনা করা হয়েছে, যেখানে দুই লাখ মানুষ মতামত দিয়েছেন। তাদের মতামতের ভিত্তিতে ৩০টি সম্ভাব্য নাম উঠে এসেছে, পাশাপাশি দলের প্রতীক নিয়েও নানা প্রস্তাব এসেছে। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’