dudu
Advertisements

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন যে দেশে একটি ষড়যন্ত্র চলছে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন। এই সমাবেশের বিষয় ছিল ‘গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের অরাজকতার পাঁয়তারা প্রতিরোধ’।

সমাবেশের সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন। অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমানসহ অন্য নেতারা বক্তব্য দেন।

শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম। গরিব মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য বিএনপির রয়েছে, তা অতীতেও প্রমাণিত হয়েছে। ক্ষমতায় গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ ঐতিহ্য অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচন অপরিহার্য। কিন্তু কিছু মহল নির্বাচনকে বন্ধ করে দিয়ে দেশকে অস্থিতিশীল পথে ঠেলে দিতে চাইছে। বিশেষ মহল থেকে বিশেষ উদ্দেশ্যে দল গঠন করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র চলছে। এটা মেনে নেওয়া যাবে না।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে শামসুজ্জামান দুদু বলেন, “বাজারে পণ্যের দাম চরম অস্থিতিশীল। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এতটাই খারাপ যে, মনে হয় দেশে কোনো সরকার নেই। অরাজকতার দিকে দেশ ধাবিত হচ্ছে। সরকারকে এসব বিষয়ে কঠোর হতে হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি রাস্তায় নামলে কী হয়, সেটা শেখ হাসিনা ভালো করেই জানেন। তাই একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন দিন। এতে বিএনপি সংসদে গিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের পথ খুলে দেবে।”

Advertisements