তেল, ডাল ও চিনির দাম সহনীয় রাখতে চেষ্টা চলছে
Advertisements

বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বলেছেন, ভোজ্যতেল, ডাল ও চিনির মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করছে সরকার। কিছু ব্যবসায়ী সুযোগ পেলেই পণ্যের দাম বাড়িয়ে দেয়। তাই নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এসব পণ্য বিক্রি করলেই ব্যবস্থা নেয়া হবে।

সকালে রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও বলেন, ‘দেশে প্রতিবছর ভোজ্যতেলের চাহিদা ৩৫-৪০ লাখ টন, যার ৯০ শতাংশই আমদানি করতে হয়। ১০ শতাংশ তেল দেশে উৎপাদিত সরিষা থেকে আসে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেল, ডাল ও চিনির দাম অনেক বেড়েছে। ছয়শ’ টনের ভোজ্যতেলের দাম আন্তর্জাতিক বাজারে ১৩০০ ডলারে উঠেছে। একইভাবে ডাল ও চিনির দামও বেড়েছে।’

টিপু মুনশি বলেন, বিদেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির পর ট্যারিফ কমিশন দাম নির্ধারণ করে। এরপরেও কিছু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় দাম আরো একটু বাড়িয়ে দেয়। এ জন্য জেলায় জেলায় দাম মনিটরিংয়ে ডিসিদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা মুনাফালোভী এসব ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশ শেষে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়া হয়। এ সময় তারা দ্রব্যমূল্য কমানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের গা দেয়ালে ঠেকে গেছে। কিন্তু সরকার শুধু তার পেটুক বাহিনীর চিন্তা করছে। দরিদ্র মানুষের কষ্ট বুঝতে পারছে না ।

তিনি বলেন, আমি নিজে দেখেছি, মানুষ বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছে। কিন্তু কিনতে পারছে না। খালি ব্যাগ নিয়ে ফিরছে। কারণ তাদের কেনার সামর্থ্য নেই। বাচ্চাগুলো ক্ষুধায় কাতরাচ্ছে। এগুলো এখন সরকার দেখতে পায় না।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম আরো বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয়ের কথা বলে পণ্যের দাম বাড়ানো হচ্ছে। কিন্তু বাইরে কমার পরে তখন আর দেশে কমে না। কেরোসিনের দাম এখন আন্তর্জাতিক বাজারে কম, তাহলে কেন দেশে কমানো হচ্ছে না?

বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, এদেশে মদের মতো হারামকে বৈধতা দিতে চায় সরকার। কিন্তু দেশে কী হচ্ছে, সাধারণ মানুষ কেমন আছে সেটা দেখার সময় তাদের নেই। তাদের লক্ষ্য ক্ষমতা। সেটা ঠিক থাকলে সব ঠিক। চিরকাল ক্ষমতায় থাকতে চায় এ সরকার।

Advertisements