Hezbollah's ballistic missile attack
Advertisements

ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, গতরাতে ইসরাইলের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দে শোনা গেছে। কোনো কোনো সূত্র জানিয়েছে, ইসরাইলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, তেল আবিবে অন্তত চারটি বিস্ফোরণ শোনা গেছে। ইসরাইলের চ্যানেল টুয়েলভ টেলিভিশন জানিয়েছে, একটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

প্রেস টিভি জানিয়েছে, তেল আবিবে অন্তত আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। টাইমস অব ইসরাইল বলছে, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা তেল আবিবের তেল হামিম ঘাঁটিতে হামলা চালিয়েছে যেখানে ইসরাইলের সামরিক গোয়েন্দা ডিভিশনের কার্যালয় অবস্থিত। এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি হাইফা নগীরর ক্রায়োত এলাকায় ঝাঁকে ঝাঁকে রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ যোদ্ধারা।

Advertisements