তালেবান সরকারকে স্বাগত জানালো চীন
Advertisements

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বাগত জানিয়েছে চীন। রাজধানী কাবুল দখলের তিন সপ্তাহ পর গতকাল (মঙ্গলবার) তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিয়েছে তালেবান।

আজ বেইজিংয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন জানান, আফগানিস্তানের নতুন সরকার ও নেতাদের সঙ্গে যোগাযোগ রাখবে চীন। একই সঙ্গে আফগানিস্তানে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে তালেবানের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, সরকার গঠনের মধ্যদিয়ে তিন সপ্তাহের বিশৃঙ্খলার অবসান হয়েছে।

আফগানিস্তানে তালেবানের নতুন সরকার নিয়ে যখন বহু দেশই সতর্কতামূলক অবস্থান নিয়েছে তখন চীন সবার আগে তালেবান সরকারকে স্বাগত জানালো। তালেবান সরকারের সঙ্গে বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে প্রস্তুত বলেও জানিয়েছে।

পার্সটুডে

Advertisements