আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে তালেবানের সাথে সংঘর্ষে কমপক্ষে ১৪ মার্কিনপন্থী আফগান সৈন্য ও পুলিশ নিহত হয়েছে। এদিকে শান্তি আলোচনা চলমান থাকা সত্ত্বেও দেশটির সহিংস পরিস্থিতির আরো অবনতি ঘটতে দেখা যাচ্ছে। সোমবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
খবরে বলা হয়, তালেবান আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে রোববার রাতে হামলা চালায়। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। সেখানে আফগান সৈন্যরা বেকায়দায় পড়ে পালাতে শুরু করেছে।
কর্মকর্তারা জানান, সরকারি বাহিনী নিয়ন্ত্রিত গিজাব জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার হুমকির মুখে পড়েছে।
কর্মকর্তারা জানান, তালেবান যোদ্ধাদের হামলায় আফগান নিরাপত্তা বাহিনীর ১৪ সদস্য নিহত এবং আরো ১২ জনের বেশি আহত হয়েছে।
উরুজগান প্রাদেশিক পরিষদের প্রধান আমির মোহাম্মাদ বারেকজাই বলেন, ‘এখন পুলিশ সদর দফতরের একেবারে কাছে যুদ্ধ চলছে। সেখানে আমাদের আরো শক্তি বাড়ানো প্রয়োজন।’
আর এই লড়াই এমন এক সময় হচ্ছে যখন দোহায় তালেবান ও আফগান সরকারের আলোচকরা বৈঠক করছেন। তারা সেখানে ১৯ বছর ধরে চলা এ সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।
বাসস