তাজিকিস্তানে সামরিক ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে চীন
Advertisements

তাজিকিস্তানে সামরিক ঘাঁটি নির্মাণ করতে পারে চীন। তবে তাজিক গণমাধ্যমের এ সংক্রান্ত খবরের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করছে না বেইজিং।

তাজিক সরকারের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, চীন তাজিকিস্তানে ঘাঁটি নির্মাণের জন্য প্রায় ৯০ লাখ ডলারের একটি বাজেট নির্ধারণ করেছে। এই অর্থ দিয়ে ১২টি ভবন নির্মাণ করা হবে। এছাড়া থাকবে দু’টি পর্যবেক্ষণ টাওয়ার। এই ঘাঁটির আয়তন হবে তিন হাজার ৫৫০ বর্গমিটার। এরিমধ্যে সরকার চীনা ঘাঁটি নির্মাণের বিষয়টি অনুমোদন করেছে বলেও মিডিয়ায় দাবি করা হয়েছে।

এদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাজিকিস্তানে ঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে এখনও তাজিকিস্তান তথা মধ্য এশিয়ার কোনো দেশে তাদের সামরিক ঘাঁটি নেই বলে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন।

মধ্য এশিয়াসহ গোটা বিশ্বেই চীনের প্রভাব ক্রমেই বাড়ছে। পর্যবেক্ষকদের মতে, প্রভাব বিস্তারের দৌড়ে আমেরিকা এখন চীনের পেছনে পড়ে যাচ্ছে।

Advertisements