আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর আকরাম উদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা পজিটিভ শনাক্তের পর শুক্রবার রাত থেকে তথ্যমন্ত্রী রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। করোনায় আক্রান্ত হলেও তিনি শারিরীকভাবে সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তিনি সবার দোয়া চেয়েছেন।