দেশে গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫১ জনে। গত এক দশকের মধ্যে ডেঙ্গুতে এক বছরে এত মৃত্যুর ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে ২০২৩ সালে ডেঙ্গুতে ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।
চলতি বছর ১০ সেপ্টেম্বর প্রথমবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়ায়। এরপর ১১ অক্টোবর এটি ২০০ ছাড়ায়। ১ নভেম্বর ৩০০, ১৬ নভেম্বর ৪০০ এবং ৩ ডিসেম্বর এই সংখ্যা ৫০০ অতিক্রম করে।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। এ নিয়ে বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯,২৯৫ জনে।দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১,৫৩৩ জন। এর মধ্যে ৯৭,২১১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১১ জন।এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৯৫। নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১২১ জন, ঢাকা বিভাগে ৪৯, ময়মনসিংহে ১০, চট্টগ্রামে ৪০, খুলনায় ৩২, রাজশাহীতে ৭, বরিশালে ৫১ ও সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে। সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।