মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান বলে জানিয়েছে স্কাই নিউজ।
ট্রাম্প দুই পক্ষকে সতর্ক করে বলেন, “দয়া করে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করবেন না।” তিনি ইসরাইল ও ইরানের প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণায় মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হলো। তবে বাস্তবে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে।





































