Sadapanti leader arrested
Advertisements

টঙ্গী ইজতেমা মাঠে বিশৃঙ্খলা ও মুসল্লিদের ওপর হামলার ঘটনায় সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসেম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ঢাকার সাভার থানার বাসিন্দা এবং টঙ্গী পশ্চিম থানায় জুবায়েরপন্থিদের করা এক মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার ওসি কাজী মোহাম্মদ রফিক আহমেদ তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। গাজীপুরের টঙ্গী পশ্চিম থানায় দায়ের করা মামলার ভিত্তিতে শনিবার ভোরে ডবলমুরিং থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

তাবলিগ জামাতের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, সাদপন্থি সমর্থকেরা টঙ্গী ইজতেমা ময়দানে মুসল্লিদের ওপর হামলা ও সহিংসতায় সরাসরি জড়িত ছিলেন। তাদের কর্মকাণ্ড ইজতেমার পরিবেশ ও শান্তি বিনষ্ট করেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারের সময় ডবলমুরিং থানার টিমের সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। গ্রেফতারকৃত জিয়া বিন কাসেমকে আজকেই গাজীপুরের টঙ্গী থানায় হস্তান্তর করা হবে।

ইজতেমা মাঠে সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় সাদপন্থি নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। জিয়া বিন কাসেম সেই মামলার অন্যতম অভিযুক্ত। আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তদন্ত কার্যক্রম জোরদার করেছে।

Advertisements