
গাজীপুরের টঙ্গীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে মিলগেট শহীদ সুন্দর আলী রোডের কাঁচাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিলগেট কো-অপারেটিভ সোসাইটির নৈশপ্রহরী ওবায়দুল হক জানান, ভোর সাড়ে ৫টার দিকে কাঁচাবাজারের পেছনে একটি ঝুটগুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের জিপার, কেমিক্যাল গুদামসহ বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। দ্রুত আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি এবং উত্তরার তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর তারা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত দোকানিরা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে তাদের ৩০-৩৫টি দোকান ও গুদামের সব মালামাল পুড়ে গেছে, ফলে তারা চরম ক্ষতির মুখে পড়েছেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শাহীন আলম জানিয়েছেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।