
টঙ্গীতে ধর্ষণের শিকার হয়ে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ২৫ বছর বয়সী এক নারী। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত সাইফুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত সাইফুল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার নীলাখাদ গ্রামের বাহার মিয়ার ছেলে। তিনি টঙ্গীর পাগার এলাকার বাবু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী টঙ্গীর মরকুন মেম্বারপাড়া এলাকার একটি বাসায় থাকতেন এবং অভিযুক্ত সাইফুলের সঙ্গে একই কারখানায় চাকরি করতেন। পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাইফুল তার ভাড়া বাসায় ডেকে নিয়ে ভুক্তভোগীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময়ও একই প্রলোভনে একাধিকবার তাকে ধর্ষণ করেন। এ কারণে ভুক্তভোগী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। কিন্তু অভিযুক্ত বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর পরিবার থানায় মামলা দায়ের করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”