শিশুকে কুপিয়ে হত্যা
Advertisements

গাজীপুরের টঙ্গী এলাকার আরিচপুরে একটি ফ্ল্যাটে দুই সহোদর শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে রূপবানের টেক এলাকার একটি আটতলা ভবনের তৃতীয় তলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো মালিহা (৬) ও তার ছোট ভাই আব্দুল্লাহ (৬)। তারা একই পরিবারের সদস্য এবং ওই ফ্ল্যাটেই বসবাস করত। শিশুদের বাবা আব্দুল বাতেন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের বাসিন্দা। টঙ্গীতে আনোয়ার মিয়ার মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আব্দুল বাতেন বাসার বাইরে ছিলেন। বাসায় ছিলেন শুধু মা সালেহা বেগম ও দুই শিশু। কিছুক্ষণ পর তিনি বাসায় ফিরে দরজা খুলেই দেখতে পান, তার দুই সন্তান রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। ঘটনাস্থলেই তারা মারা যায়।

চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) বায়জিদ নেওয়াজ বলেন, “দুই শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, তাদের ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।”

ঘটনার সময় মা সালেহা বেগম বাসায় থাকায়, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

Advertisements