ট্রেনে কাটা
Advertisements

গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কমলা রঙের সেলোয়ার, খয়েরি রঙের কামিজ, সুয়েটার ও ছাপা চাদর ছিল।

সোমবার সকালে বনমালা (কসাইবাড়ি) রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ খান জানান, ওই নারী রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত,এর আগে একই স্থানে রোববার রাতে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃত্যু হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে আবার এক নারী মারা গেল।

Advertisements