উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো
Advertisements

উত্তর কোরিয়া তার পূর্ব উপকূলে জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ।

বুধবার উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে। খবর আলজাজিরার।

দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবির পর পিয়ংইয়ং এবার জোড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়া ‘দুটি অজ্ঞাত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র’ তার পূর্ব উপকূলে সাগরে নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এ বিষয়ে বিশদ বিশ্লেষণ করছে।

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, তাদের অর্থনৈতিক অঞ্চলের বাইরে একটি বস্তু পড়েছে, যা উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদি সুগা বলেন, এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপান এবং এ অঞ্চলের নিরাপত্তা ও শান্তির জন্য হুমকি ও আপত্তিকর।

Advertisements