
জাপানের কাছে আরও সহজ শর্তের ঋণ, বাজেট সহায়তা এবং ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার টোকিওতে অনুষ্ঠিত দুই দেশের ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশনে (এফওসি) এসব প্রস্তাব উত্থাপন করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসট্যান্স (ওডিএ) ঋণ বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপ মোকাবেলায় বাজেট সহায়তার আহ্বান জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জাপানের জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রযাত্রায় সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। দুই দেশ রাজনৈতিক আস্থা ও কৌশলগত অংশীদারত্ব আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে।
এছাড়া এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশি পণ্যের জন্য শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার অনুরোধ ইতিবাচকভাবে গ্রহণ করেছে জাপান। বাংলাদেশের ফল ও সবজি জাপানি বাজারে প্রবেশের ক্ষেত্রেও একযোগে কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে।
রোহিঙ্গা পুনর্বাসন নিয়েও উভয় দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।
বৈঠকে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) নিয়ে সন্তোষ প্রকাশ করে চলতি বছরেই চুক্তি স্বাক্ষরের আশা প্রকাশ করেছে উভয় পক্ষ। জাপান জানায়, ‘বেঙ্গল অফ বেঙ্গল ইনিশিয়েটিভস (বিগ-বি)’-এর আওতায় বাংলাদেশের জন্য উচ্চমানের অবকাঠামো উন্নয়নে আরও বেশি সক্রিয় হবে তারা।
এছাড়া বৈঠকে জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ, কারখানা স্থাপন এবং সরবরাহ চেইন স্থানান্তরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।