জাতীয় বিশ্ববিদ্যালয়ের
Advertisements

কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে ৩১টি ডিসিপ্লিনের ছয় হাজার লেকচারের ভিডিও ইউটিউবে তোলা হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ফয়জুল করিম মনি জানান, অনলাইন শিক্ষা-কার্যক্রম চালুর জন্য কলেজগুলোকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শিক্ষার্থীরা যাতে ঘরে বসেই পড়াশোনায় করতে পারে সেজন্য পর্যায়ক্রমে আরও সাড়ে ১১ হাজার লেকচার আপলোড করা হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীরা www.youtube.com/nuedutube এ ওয়েবসাইট লগ-ইন করলে এসব লেকচার পাবেন।

“একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চল থেকে সহজে ক্লাস লেকচারের এ ভিডিও দেখতে পাবেন।”
এ কার্যক্রমের আওতায় অনলাইনে এক হাজার ৪৫৮ জন শিক্ষকের এক হাজার ৪৫৮টি কোর্সে সাড়ে ১৭ হাজারটি ভিডিও ক্লাস অপলোডের পরিকল্পনা নেওয়া হয়েছে।

গত ২৭ অগাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Advertisements