জরুরি অবস্থা প্রত্যাহার - জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে নির্বাচন: জান্তা - সত্য ও নিরপেক্ষ সংবাদ
Advertisements

মিয়ানমারের সামরিক জান্তা সরকার দেশটির দীর্ঘদিনের জরুরি অবস্থা প্রত্যাহার করেছে এবং চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে সরিয়ে দিয়ে জান্তা সরকার ক্ষমতা দখল করে। এরপর থেকেই মিয়ানমারে দেশব্যাপী বিক্ষোভ, সহিংসতা এবং গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়, যার ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

সাংবাদিকদের কাছে পাঠানো এক ভয়েস বার্তায় জান্তার মুখপাত্র জাও মিন তুন জানান, “বহুদলীয় গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার লক্ষ্যে আজ জরুরি অবস্থা তুলে নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই নির্বাচনও জান্তা সরকারের এক ধরনের ‘লেজিটিমাইজেশন টুল’ হয়ে উঠতে পারে। তারা বলছেন, জান্তা প্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট অথবা সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে থেকেই পরোক্ষভাবে ক্ষমতা ধরে রাখবেন। এর মধ্য দিয়ে তার শাসন আরও দীর্ঘায়িত হবে।

রাষ্ট্রীয় সংবাদপত্র The Global New Light of Myanmar-এ মিন অং হ্লাইং এক বক্তব্যে বলেন, “আমরা এরই মধ্যে প্রথম অধ্যায় সম্পন্ন করেছি, এখন দ্বিতীয় অধ্যায় শুরু করছি।”

তিনি আরও জানান, “ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে সব যোগ্য ভোটার যেন অংশ নিতে পারেন, তা নিশ্চিত করার চেষ্টা চলবে।”

তবে বিরোধী দলগুলো ও সাবেক আইনপ্রণেতারা এই ঘোষিত নির্বাচনকে ‘ভুয়া’ এবং ‘প্রতারণামূলক’ বলে প্রত্যাখ্যান করেছেন। জাতিসংঘের একজন বিশেষজ্ঞও জুন মাসে বলেন, এই নির্বাচন জান্তা সরকারের শাসনকে বৈধতা দেওয়ার জন্য এক প্রহসন মাত্র।

Advertisements