ছাত্র-জনতার অভ্যুত্থানে ২৬ পোশাককর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। তাঁদের মধ্যে ঢাকার আশুলিয়ায় ৬ জন, গাজীপুরে ৬ জন এবং নারায়ণগঞ্জে ১৪ জন নিহত হয়েছেন।
‘পোশাক খাতের চলমান পরিস্থিতি ও করণীয় এবং গণ-অভ্যুত্থানে নিহত পোশাকশ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ’ শিরোনামে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করে গার্মেন্ট শ্রমিক সংহতি। বেলা সাড়ে ১১টায় রাজধানীর হাতিরপুলে সংগঠনটি তাদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সভাপ্রধান তাসলিমা আখতার। আরও উপস্থিত ছিলেন সহসভাপ্রধান অঞ্জন দাস, সহসাধারণ সম্পাদক এফ এম নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রবীর সাহা, আশুলিয়া শাখার সভাপ্রধান জিয়াদুল ইসলাম, সহপ্রচার সম্পাদক হজরত বিল্লালসহ অন্য নেতারা।
সংবাদ সম্মেলনে আশুলিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত শান্তা গার্মেন্টসের কর্মী সুমন ইসলামের বোন মনিকা বলেন, প্রতিবাদ করার কারণে আর কোনো শ্রমিকের বুকে যেন গুলি না লাগে।
সংবাদ সম্মেলনে গার্মেন্ট শ্রমিক সংহতির পক্ষ থেকে অনতিবিলম্বে পোশাকশ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ ন্যায্য দাবি পূরণ, মজুরি মূল্যায়নসহ বিভিন্ন দাবি জানানো হয়।
শহীদের তালিকা:
আশুলিয়া: ১. তৌহিদুর রহমান। ক্রয়ডন কাউলন ডিজাইন লি। ইপিজিড। মৃত্যু: এনাম মিডেকেল কলেজ ২. শাকিনুর রহমান (৩২) । এসএমএস ফ্যাক্টরী, শিমুলতলা। মৃত্যু: গণস্বাস্থ্য হাসপাতাল ৫ আগস্ট ২০২৪। ৩. শুভ শীল, কে এ সি ফ্যাশন ওয়ের লিমিটেড। জিরানী চক্রবর্তী। মৃতু: ২৩ জুলাই এনাম মেডিকেল কলেজ, সাভার ৪. নাজমুল (২৬) । সিয়াম ফ্যাক্টরী। মৃত্যঃ ৯ আগস্ট ঢাকা মেডিকেল। গামের বাড়ি : গাইবান্ধা। ৫. নাঈম। সিয়াম ফ্যাক্টরী। মৃত্যু : ঢাকা মেডিকেল । গ্রাম রংপুর। ৬. সুমন ইসলাম । শান্তা গার্মেন্ট ইপিজেড। মৃত্যু: ৭ আগস্ট ২০২৪ ঢাকা মেডিকেল।
গাজীপুর: ৭. রহমত। শ্রমিক গাজীপুর। মৃত্যু: ৫ আগস্ট।আল হেরা মেডিক্যাল সেন্টার। শ্রপুির মাওনা চৌরাস্তা প্রশিকা মোড় । গ্রামের বাড়ী : বগুড়া ৮.শহীদ আব্দুল আজিজ (৩০) টেক্স ইরোপ লিমিটেড। বাসন থানা। মৃত: ৫ আগস্ট ২০২৪। ৯. আয়াতুল্লাহ । কালিয়াকৈর গাজীপুরের শ্রমিক। মুত: ৫ আগস্ট সোহয়ার্দী হাসপাতাল। ১০. শরীফুল ইসলাম। গাজীপুর শ্রপুির। ১১. ১৭ সোহাগ মিয়া। গাজীপুর। ৫ আগস্ট গুলি লাগে। ১১ দিন পর সোহওয়ার্দী হাসপাতালে মারা যান। ১২. আব্দুল্লাহ আল মামুন ২০। গাজীপুর নিডল অ্যাপারেলস লিমিটেড।
নারায়নগঞ্জ:১৩. মো রাসেল। নারায়নগঞ্জ ১৪. মিনারুল ইসলাম, নারায়নগঞ্জ। ১৫.ইয়ামিন চৌধূরী (১৯)। এফ এন এফ গার্মেন্টস, বাড্ডা মৃত্যু: ১৯ জুলাই। ঢাকা মেডিকেল কলেজ। বাড়ী : কিশোর গঞ্জ ১৬.সোহেল রানা। আদাবর: ৫ আগস্ট ১৭ . শাহ আলম (৪০) ১২ আগস্ট মৃত্যু বরণ করে। রামপুরা ওয়াবদা বাড়ী: কুমিল্লা। ১৮. জামান মিয়া (১৭) । মাধবদীতে টেক্সটাইল কারখানার শ্রমিক। ময়মনসিংহ ১৯. আসিফুর রহমান।মৃত্য: ১৯ জুলাই ২০২৪ । স্থান: মিরপুর। গ্রামের বাড়ি নালিতাবাড়ী শেরপুর। ২০. সজীব। ১৯ জুলাই ২০২৪। গ্রাম কিশোরগঞ্জ ২১. মিনহাজুল ইসলাম। গামন্টেস শ্রমকিনটি কমন্সে ফ্যাশন লি ২১. রাশাদুল ইসলাম(২০) মৃত্যু তারখি : ৫ আগস্ট, ২০২৪ ২২. মোঃ পারভজে মিয়া (৩৩)।সূত্র:শহীদ.কম মৃত্যু তারখি : ৫ আগস্ট, ২০২৪ ২৩. মোঃ রবউিল (২৭) ইসলামমৃত্যু তারখি : ৫ আগস্ট, ২০২৪ ২৪. মোঃ কবির : ৩৬ : জুকি গার্মেন্টস লিমিটেড । মিরপুর ২৫. মো শামীম শাহাদাত (২৩) মৃত্যু তারখি : ৫ আগস্ট, ২০২৪ ২৬. ফজলুল । মিড এশিয়া ফ্যাশন লি. মিরপুর। মৃত্যু: আগস্ট ৫ ২০২৪ ।
উপরোক্ত গুলিবিদ্ধ শ্রমিকদের রাষ্ট্রীয়ভাবে সম্মাননা ও ক্ষতিপুরণ ব্যবস্থা এবং আহত শ্রমিকদের পূর্নবাসন ও চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে এই দাবি জানাই ।একইসাথে সকল হত্যাকাণ্ডের বিচার চাই।
একইসাথে পোশাক শ্রমিকদের আশু দাবিসহ আমাদের ১২ দফা দাবি যা ইতিমধ্যে শ্রম উপদেষ্টাকে দেয়া হয়েছে তা দ্রুত পুরণ করে শ্রমিক এলাকায় কর্মপরিবেশ ফিরিয়ে আনার আহবান জানাই। শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সতর্ক হয়ে শ্রমিক ও শিল্প রক্ষায় এগিয়ে আসতে আহবান জানাই ।