গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় গত আটমাস যাবৎ চাঁদাবাজিতে লিপ্ত কনস্টেবল হানিফ।
রোববার [২৫ এপ্রিল ২০২১] বিকেল চারটায় মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচ থেকে সিএনজি চালক নুর হোসেনের গাড়ি আটকিয়ে চাঁদা নেয় কনস্টেবল হানিফ।
এ ব্যাপারে ভুক্তভোগী নুর হোসেন জানান, কনস্টেবল হানিফের নির্দেশে বাধ্য হয়ে পুলিশের সোর্স (সিএনজি চালক আবু বক্করকে ৮০০ টাকা দেই। তখন দুই হাজার টাকা দিতে বলেছে। আমার সারাদিনের রোজগারের টাকা পুলিশকে দিয়ে আমি গাড়ি ছাড়িয়ে নিই।
এ ব্যাপারে পুলিশের সোর্স (সিএনজি চালক) আবু বক্বর জানান, কনস্টেবল হানিফ স্যারের নির্দেশে ওই ড্রাইভারের কাছ থেকে টাকাটা নিয়ে স্যারকে দিয়ে দেই, আমি এক টাকাও রাখিনি।
গাড়ি আটকিয়ে চাঁদা নেওয়া প্রসঙ্গে মাওনা হাইওয়ে থানার কনস্টেবল হানিফ জানান, আমি টাকাটা নিয়েছি স্বীকার করছি! আমার এমন ভুল আর হবেনা! আমাকে ক্ষমা করে দিন, আমি হাতজোড় করে বলছি মাফ চাই!
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, এমনটা হয়ে থাকলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।