
মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গুজব ও মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গুজব পরাজিত শক্তির প্রধান হাতিয়ার, যা দেশকে অস্থিতিশীল করতে ব্যবহার করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে গুজবের মহোৎসব চলছে। একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। নির্বাচন যতই ঘনিয়ে আসবে, গুজবের মাত্রাও তত বাড়বে। কারা এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে, তা জনগণের অজানা নয়।
গুজব প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা জানান, জাতিসংঘের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে এবং জাতিসংঘ মহাসচিব এ বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন।
জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে এবং দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আমাদের মনে রাখতে হবে, আমরা যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো পরাজিত শক্তির অন্যতম হাতিয়ার, যা দিয়ে তারা জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করতে চায়।
প্রধান উপদেষ্টা আরও বলেন, গুজবকে অবহেলা করা যাবে না। এর পেছনে দক্ষ ষড়যন্ত্রকারী ও বিপুল অর্থ বিনিয়োগ রয়েছে। এর প্রধান লক্ষ্য অভ্যুত্থান ব্যর্থ করা। তবে আমাদের ঐক্য তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে, যা তারা ভাঙতে চায়।
তিনি জনগণকে সতর্ক করে বলেন, এই অপশক্তির কৌশল এত সূক্ষ্ম যে, কখন কেউ তাদের খেলায় পুতুল হয়ে যাচ্ছে, তা বোঝাও কঠিন। কেবলমাত্র সচেতনতা ও ঐক্যের মাধ্যমে এই গুজব প্রতিরোধ করা সম্ভব।
ভাষণের শুরুতে প্রধান উপদেষ্টা মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা মানবসভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।
পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন।