গতকাল ০৮ নভেম্বর, ২০২০ তারিখে গাজীপুর জেলা পুলিশ লাইন্সে বিকাল ০৩.০০ টায় ঢাকা রেঞ্জ আন্তঃ জেলা ভলিবল টুর্নমেন্ট/২০২০ খ্রি. এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খেলায় গাজীপুর জেলা পুলিশ বনাম নারায়নগঞ্জ জেলা পুলিশ অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ ফাইনালে নারায়নগঞ্জ জেলা পুলিশ গাজীপুর জেলা পুলিশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পুলিশ সুপার জনাব শামসুন্নাহার।
এ সময় গাজীপুর ও নারায়নগঞ্জ জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।