গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা থেকে ১০ ভুয়া ডিবি পুলিশ আটক করেছে র্যাব। মামলা সূত্রে জানা গেছে,উপজেলার বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে অভিযুক্তরা চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করতো।
রবিবার (১৪ মার্চ) রাতে অভিযান চালিয়ে র্যাব তাদের গ্রেফতার করে। পরে আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়।
অভিযুক্তদের আটক করে কালিয়াকৈর থানা একটি মামলা দায়ের করা হয়েয়ে। আজ সোমবার (১৫ মার্চ) দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, র্যাব ভুয়া ডিবি পুলিশের পরিচয় দেওয়া ১০ জনকে আটক করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।